আন্তর্জাতিক ডেস্কঃ চারবারের মুখ্যমন্ত্রী তিনি। তবে উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি। অবশেষে ৮২ বছর বয়সে জেলে বসেই সেই কাজটা সারলেন ভারতের হরিয়ানা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা। সুত্রের খবর, ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে ৩২০৬ জন শিক্ষকের নিয়োগ করেছিলেন তিনি। সেই নিয়োগে জালিয়াতির দায়ে ২০১৩ সালে তার কারাদণ্ড হয়েছিল। বর্তমানে দিল্লির তিহার জেলে সাজা খাটছেন তিনি।
হরিয়ানা রাজ্যের চারবারের মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌতালা ভারতের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও জাঠ নেতা দেবী লালের ছেলে। এক সাক্ষাতকারে চৌতালার ছেলে অভয় চৌতালা জানিয়েছেন,জেলে থাকার সময়টাকে ভাল কাজে লাগাতে চেয়েছেন বাবা। নিয়ম করে তিনি রোজ জেলের লাইব্রেরীতে যান। জেল কর্মকর্তাদের বলে নিজের পছন্দের বইপত্র আনাবার ব্যবস্থাও করেন।