News71.com
 International
 17 May 17, 03:53 PM
 250           
 0
 17 May 17, 03:53 PM

গোপনে এভারেস্টে ওঠার সময় আটক ১ ।।  

গোপনে এভারেস্টে ওঠার সময় আটক ১ ।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কোনোরকম ফি না দিয়ে গোপনে এভারেস্টে ওঠার সময় এক পর্বতারোহীকে আটক করেছে নেপালের পুলিশ। কারণ এভারেস্ট পর্বতমালায় উঠতে হলে নেপাল কর্তৃপক্ষকে ১১ হাজার ডলার ফি দেতে হয়। যে ব্যক্তিকে আটক করা হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত আমেরিকান রায়ান সিন ডেভি। তার বয়স ৪৩ বছর। আজ বুধবার তাকে আদালতের সামনে উপস্থাপন করার কথা রয়েছে।

মি. ডেভির নেপালি বন্ধুরা বলছেন, তার কাছে কোনো অর্থ না থাকার কারণে সে হেঁটে বেড়ায়। এখন তার কী শাস্তি হয় সেটি নিয়ে তিনি উদ্বিগ্ন। মি. ডেভি এভারেস্টের ২৪ হাজার ফুট উঁচু পর্যন্ত উঠেছিলেন। কিন্তু সেখানে টহলরত নেপালের নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়েন। এভারেস্টে ওঠার অনুমতি না থাকায় নিরাপত্তারক্ষীরা তার পাসপোর্ট জব্দ করে। কোনোরকম সাহায্য ছাড়াই একা এভারেস্টে উঠার নজির খুবই বিরল। পর্বতারোহীদের প্রায় সবাই এভারেস্টে ওঠার সময় একজন গাইড বা পথপ্রদর্শক নিয়ে যায়। এ ছাড়া তাদের সাথে নানা ধরনের যন্ত্রপাতিও থাকে।

মি. ডেভি বলছেন,তিনি কোনো অনুমতি ছাড়াই যে এভারেস্টে ওঠার চেষ্টা করেছেন এর ফলাফল কী হবে সেটি তার জানা নেই। এভারেস্টে ওঠার জন্য পর্বতারোহীদের যে ফি দিতে হয় সেটি নেপালের আয়ের একটি বড় উৎস। অনেকে মনে করেন,মি. ডেভিকে আটকের মাধ্যমে নেপালের কর্তৃপক্ষ একটি কড়া বার্তা দিতে চাইছে। এর মাধ্যমে তারা অন্য পর্বতারোহীদের বোঝাতে চাইছে যে ফি না দিয়ে এভারেস্টে ওঠার চেষ্টা করলে শাস্তি পেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন