আন্তর্জাতিক ডেস্কঃ কূটনৈতিক সম্পর্ক মজবুত করতে প্যালেস্টাইনের সঙ্গে গুরুত্বপূর্ণ পাঁচটি চুক্তি করল ভারত। গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মধ্যে বৈঠকে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়েছে। ইসরায়েল সফরের মাস দু’য়েক আগে মোদির এই চুক্তিতে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। দিল্লির হায়দরাবাদ হাউজে আব্বাসের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির একান্ত বৈঠক হয়। এসময় মোদি বলেছেন,প্যালেস্টাইনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী ভারত।
তিনি আরও বলেন,সব বিষয়ে ভারত প্যালেস্টাইনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে বদ্ধপরিকর। সব সময়েই প্যালেস্টাইনের প্রতি নৈতিক সমর্থন রয়েছে ভারতের। এসময় আব্বাসের সঙ্গে মোদির বৈঠকে একাধিক আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র গোপাল বাগলে। প্রসঙ্গত,গত রবিবার ৪দিনের ভারত সফরে দিল্লিতে এসেছেন আব্বাস। এদিন সকালে রাষ্ট্রপতি ভবনে তাঁকে স্বাগত জানান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।