আন্তর্জাতিক ডেস্ক : লেফটেন্যান্ট উমর ফয়াজের হত্যার রেশ কাটতে না কাটতে ফের বাহিনীর জওয়ানকে হুমকি দিল জঙ্গিরা। খবরে প্রকাশ, জম্মুর বাসিন্দা বিএসএফ-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে কর্মরত জওয়ান অভিযোগ করেন, তাঁকে ও তাঁর বোনকে হুমকি দিচ্ছে জঙ্গিরা। নবীল আহমেদ ওয়ানি নামে ওই জওয়ান গত বছর বিএসএফ-এর পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছিলেন।
তাঁর বোন নিদা রফিক চণ্ডীগড়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে পাঠরতা। তিনি হোস্টেলে থাকেন। তবে, এই হুমকির পর কলেজ কর্তৃপক্ষ চাইছে জওয়ানের বোনকে অন্যত্র সরিয়ে দিতে। যদিও, ওয়ানির চিঠি পেয়েই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি উত্থাপন করে কেন্দ্র। এরপরই, জওয়ানের বোনকে তারা হস্টেলে থাকার অনুমতি দিয়েছে।
এই প্রেক্ষিতে কেন্দ্রীয় শিশু উন্নয়ন মন্ত্রী মানেকা গাঁধীকে গত রবিবার চিঠি লেখেন ওয়ানি। সেখানে তিনি বোনের জন্য একটি হোস্টেলের বন্দোবস্ত করে দেওয়ার আর্জি জানান। ওয়ানি জানান, যেহেতু বিষয়টি ব্যক্তিগত, তাই তিনি বাহিনীকে এর মধ্যে জড়াতে চান না।
ওয়ানি যোগ করেন, পরিবারের নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত। বলেন, আমার মা জম্মুতে একা থাকেন। বোন থাকে চণ্ডীগড়ে। জঙ্গিরা ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছে। তাঁর মতে, উমরের হত্যার পর তিনি উদ্বিগ্ন। জানা গেছে, সম্প্রতি আত্মীয়র বিয়ে উপলক্ষে তিনি বাড়ি ফিরছেন। ফলে, ফয়াজের মতো যাতে পরিণতি না হয়, তার জন্য বিএসএফ আগাম তাঁকে সতর্ক করেছেন। ওয়ানি জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে নির্দেশ দিয়েছে ছুটিতে থাকলেও সঙ্গে আগ্নেয়াস্ত্র সঙ্গে রাখতে।