News71.com
 International
 16 May 17, 04:36 PM
 242           
 0
 16 May 17, 04:36 PM

বেকারত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী ও তার সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিচারপতি কাটজু।।  

বেকারত্ব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী মোদী ও তার সরকারকে তীব্র কটাক্ষ করলেন বিচারপতি কাটজু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ দেশের বেকারত্ব দূর করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খুলতে পরামর্শ দিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার সাবেক চেয়ারম্যান মার্কন্ডেয় কাটজু। ট্যুইট করে ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলিকে এই পরামর্শ দিয়েছেন তিনি। কাটজু জানান ‘অর্থ উপার্জন করতে সরকার এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলি দেশে প্রকৌশলী কলেজ স্থাপন করেছে কিন্তু দেশে এখন আর তো কোন চাকরি নেই। তাই আমি কেন্দ্র ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি সেক্টরগুলিকে অনুরোধ জানাবো তারা যেন গরু রক্ষা প্রশিক্ষণ কেন্দ্র খোলে। কারণ ভারতে এখন গো-রক্ষাকারীদের প্রচুর চাহিদা রয়েছে।

কাটজু আরও জানান ‘গরু রক্ষা প্রশিক্ষণের ওপর ব্যাচেলর, মাস্টারর্স, এম.ফিল, পিএইচ ডি কোর্স চালু করা উচিত। এমনকি স্কুলের পাঠ্যসূচিতেও গরু রক্ষা বিষয়টি অন্তভুর্ক্ত করার অনুরোধ রেখেছেন তিনি। সাবেক এই বিচারপতি’র দাবি ‘বর্তমানে ভারতে ৯০ শতভাগ প্রকৌশলী বেকার রয়েছেন। কিন্তু গোরক্ষা প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে একশত ভাগ প্লেসমেন্টর সুযোগ থাকবে। ফলে বেকারত্ব দূর হবে’। কখনও রাজস্থান আবার কখনও উত্তর প্রদেশ,ভারতে একের পর এক রাজ্যে গরু রক্ষা কমিটির সদস্যদের হাতে নির্যাতনের ঘটনার পর দেশ জুড়ে অসহিষ্ণুতার ঘটনা সামনে আসে। বিষয়টি নিয়ে সোরগোল পড়ে যায়। এমনকি এ নিয়ে বিরোধীদের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় মোদি সরকারকে। এমন এক পরিস্থিতিতে মোদি সরকারকে কটাক্ষ করলেন কাটজু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন