News71.com
 International
 16 May 17, 04:35 PM
 256           
 0
 16 May 17, 04:35 PM

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি. চিদম্বরমের বাড়িতে সিবিআই হানা।।  

ভারতের সাবেক অর্থমন্ত্রী পি. চিদম্বরমের বাড়িতে সিবিআই হানা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা পি. চিদম্বরমের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। অভিযান চালানো হয়েছে চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের বাড়িতেও। সূত্রের খবর,আজ মঙ্গলবার সকালের দিকে চিদাম্বরমের চেন্নাইয়ের বাড়িতে অভিযান চালায় সিবিআইয়ের কর্মকর্তারা। আইএনএক্স নামে ভারতের একটি ইংরেজি টিভি চ্যানেলকে অবৈধভাবে লাইসেন্স পাইয়ে দেওয়া এবং মোবাইল সংস্থা এয়ারসেল-ম্যাক্সিস মামলায় অর্থ লোপাটের অভিযোগেই সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়িতে অভিযান চালানো হয়।

মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন ২০০৮ সালে আইএনএক্স নামে একটি সংবাদ মাধ্যমকে অবৈধভাবে লাইসেন্স পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তৎকালীন অর্থমন্ত্রী চিদাম্বরমের বিরুদ্ধে। উল্লেখ্য,শিনা বরা হত্যা মামলায় মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায় এবং পিটার মুখোপাধ্যায় ছিলেন ওই আইএনএক্স মিডিয়ার ৫০ শতাংশের মালিক। ওই সংবাদমাধ্যমে তাদের সঙ্গে আর কে কে জড়িত,সে বিষয়েও খোঁজ শুরু করেছে সিবিআই।

অভিযান চালানোর ঘটনায় যথেষ্ট ক্ষুব্ধ চিদাম্বরম। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে তিনি বলেন,আমার মুখ বন্ধ করতেই সিবিআই ও অন্যান্য এজেন্সিগুলিকে আমি ও আমার ছেলেকে টার্গেট করা হচ্ছে। এদিকে,বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবের বাড়িতে হানা দেয় আয়কর দফতরের কর্মকর্তারা। হাজার কোটি রুপি বেনামি সম্পত্তি মামলায় এই অভিযোগ চালানো হয় বলে খবর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন