News71.com
 International
 16 May 17, 01:21 PM
 244           
 0
 16 May 17, 01:21 PM

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৫ জনের লাশ উদ্ধার।।  

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৫ জনের লাশ উদ্ধার।।   

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বুথেডাউং শহর থেকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ৫জনের লাশ উদ্ধার করেছে। এরা ৫ মে বোমা হামলার সঙ্গে জড়িত ছিল। রাজ্য কাউন্সিলের অফিস থেকে আজ মঙ্গলবার এ কথা বলা হয়েছে। অফিসের তথ্য কমিটি জানিয়েছে,থায়েনথি গ্রামের যে স্থানে বিস্ফোরণ ঘটেছিল তার কাছেই গত তিন দিনে মাটি খুঁড়ে লাশ পাঁচটি পাওয়া গেছে। এদের দুইজন বিদেশি ও তিনজন স্থানীয়।

লাশগুলো ছাড়াও নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। সন্ত্রাসীদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে এলাকাটি ব্যবহৃত হয়েছে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। গত ৫ মে’র বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওই এলাকায় অভিযান চালায়। জঙ্গলটি থানেহি গ্রামের পাশে অবস্থিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন