News71.com
 International
 16 May 17, 11:50 AM
 202           
 0
 16 May 17, 11:50 AM

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক স্পর্শকাতর তথ্য পাচার করেছেন রাশিয়ার কাছে।। মার্কিন সংবাদপত্রের বিশ্লেষণ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক স্পর্শকাতর তথ্য পাচার করেছেন রাশিয়ার কাছে।। মার্কিন সংবাদপত্রের বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অনেক স্পর্শকাতর তথ্য রাশিয়ার কাছে পাচার করেছেন। আমেরিকার বর্তমান ও সাবেক উর্ধ্বতন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট,নিউইয়র্ক টাইমস মঙ্গলবার প্রকাশ এ তথ্য প্রকাশ করেছে। গত সপ্তাহে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্জেই লাভরভ ও ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জেই কিসল্যাকের সঙ্গে হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠক করেন ট্রাম্প। ওই বৈঠকে মধ্যপ্রাচ্যে তৎপর জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোয়েন্দা সোর্সের তথ্য ট্রাম্প রাশিয়ার কাছে ফাঁস করেন।

ট্রাম্প প্রশাসনের কৌশলগত উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডিনা পাওয়েল অবশ্য এ দাবিকে 'মিথ্যা'বলে দাবি করেছে। মস্কোর কাছে তথ্য পাচারের অভিযোগে ট্রাম্প শিবির নির্বাচনী প্রচারণার সময় থেকেই বেকায়দায় রয়েছে। এরমধ্যে কয়েকটি অভিযোগ তদন্তাধীনও রয়েছে। সম্প্রতি ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন ট্রাম্প। ধারণা করা হয়, তথ্য ফাঁসের বিষয়ে তদন্ত এড়িয়ে যেতেই ট্রাম্প এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন