আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগর নিয়ে ফের উত্তেজনা বাড়ছে! বিতর্কিত এই সাগরের হাইনান দ্বীপে আবারও গোয়েন্দা বিমানা মোতায়েন করল চীন। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে বিতর্কিত এই এলাকায় একাধিক অত্যাধুনিক গোয়েন্দা বিমান শাহনশি কেজে-৫০০ চক্কর দিতে দেখা গেছে। আকাশ থেকে শত্রু দেশের বিমানের উপস্থিতির বিষয়ে আগাম সতর্ক করতে সক্ষম কেজে-৫০০। যার মধ্যে রাডার ডিশও রয়েছে। এতে বিমানকে চিহ্নিত করার ক্ষেত্র ভুল হওয়ার আশংকা থাকে না। কেজে-৫০০ দিয়ে ৪৭০ কিলোমিটারের মধ্যে এক সঙ্গে ৬০টি বিমানের গতিবিধির ওপর নজর রাখা যায়। এই বিমানের রাডারকে নজরদারি এবং সাধারণ গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজেও ব্যবহার করা যায়।
বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ওপর চীনের পাশাপাশি অনেক দেশই ভৌগোলিক অধিকার দাবি করছে। বিরোধপূর্ণ এই এলাকায় কেজে-৫০০ বিমানকে চীন নানা ভাবে ব্যবহার করতে পারবে। হাইনান ঘাঁটিতে এই প্রথম এই বিমান মোতায়েন করা হল। শুধু একটা নয়,ঘাঁটিতে একাধিক বিমানের উপস্থিতি স্যাটেলাইটের ধরা পড়েছে। অন্যদিকে এই ছবি ধরা পড়তেই সতর্ক আমেরিকাসহ তাঁর মিত্রদেশগুলি।