News71.com
 International
 15 May 17, 07:37 PM
 205           
 0
 15 May 17, 07:37 PM

ইয়েমেনে কলেরা আতঙ্ক, সারাদেশে জরুরি অব্স্থা ঘোষনা।।  

ইয়েমেনে কলেরা আতঙ্ক, সারাদেশে জরুরি অব্স্থা ঘোষনা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ গৃহযুদ্ধ কবলিত আরব রাষ্ট্র ইয়েমেনে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে কলেরা রোগ। আর এমন পরিস্থিতিতে দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সানা কর্তৃপক্ষ। দেশটির হুতি বিদ্রোহীদের পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয় ‘এই দুর্যোগ মোকাবেলায় তারা অক্ষম। বিবৃতিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক সংস্থার কাছে মানবিক সহায়তার আবেদন জানানো হয়েছে।

আন্তর্জাতিক রেডক্রস কমিটি জানিয়েছে,২৭ এপ্রিল থেকে এখন পর্যন্ত কলেরার কারণে সানায় ১১৫ জনের প্রাণহানি এবং ৮ হাজার ৫০০ জন আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য,ইয়েমেনের রাজধানী সানা শিয়া বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুতি এবং সৌদি সমর্থিত সরকারের মধ্যে যুদ্ধ চলছে। ফলে দেশটির অর্ধেকের মতো এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোকে গত দুবছর ধরে যুদ্ধাবস্থার মধ্যেই কাজ করে যেতে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন