News71.com
 International
 15 May 17, 06:41 PM
 231           
 0
 15 May 17, 06:41 PM

ভারতে বজ্রপাতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি।।  

ভারতে বজ্রপাতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের বিহার ও অন্ধ্র প্রদেশে বজ্রপাতে কমপক্ষে ১২ জনের প্রাণহানি ও অপর চারজন আহত হয়েছে। আজ সোমবার কর্মকর্তারা একথা জানান।সুত্র জানায়,বিহার প্রদেশের চারটি স্থানে বজ্রপাতে তিন শিশুসহ সাতজনের প্রাণহানি ও অপর দু’জন আহত হয়। এছাড়া অন্ধ্রপ্রদেশে বজ্রপাতে পাঁচজনের প্রাণহানি ও অপর দু’জন আহত হয়েছে। উভয় প্রদেশে গতকাল রবিবার সন্ধ্যায় বজ্রপাতের ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের স্থানীয় সরকার কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন,অনন্তপুরাম এলাকা থেকে এসব হতাহতের খবর পাওয়া যায়।

ওই কর্মকর্তা বলেন,গত সন্ধ্যায় বৃষ্টির সময় নয় গ্রামবাসী একটি ছোট চালার নীচে আশ্রয় নেয়। ওই চালায় বজ্রপাতে পাঁচজনের প্রাণহানি ও অপর দু’জন আহত হয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০০৫ সাল থেকে প্রতি বছর দেশটিতে বজ্রপাতে কমপক্ষে দুই হাজার লোকের প্রাণহানি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন