আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার শহর দেইর আল জোর শহরে আইএস-এর ব্যাপক গোলাবর্ষণে অন্তত ৭জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। গতকাল রবিবার শুরু হওয়া এ হামলা আজ সোমবার পর্যন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সস্থাটি। সিরিয়ার দিয়ের আর জোর প্রদেশের অধিকাংশ এলাকাই দখল করে রেখেছে আইএস। শুধু একই নামের শহরটির একটি এলাকা এবং নিকটবর্তী একটি বিমান ঘাঁটি সিরীয় সরকারের নিয়ন্ত্রণে আছে।
আইএস প্রায় দুই বছর শহরের সরকার নিয়ন্ত্রিত এলাকাটি অবরোধ করে রেখেছে। এখানে আটকা পড়া প্রায় দুই লাখ বাসিন্দাকে বিমান থেকে ফেলা রসদের সাহায্যে বাঁচিয়ে রেখেছে সিরীয় সরকার ও মিত্র রাশিয়া। তারপরও এলাকাটির বাসিন্দারা খাবার ও ওষুধের অভাবে ভুগছে। দিয়ের আল জোর প্রদেশের মধ্য দিয়েই সিরিয়া ও ইরাকে আইএসের নিয়ন্ত্রিত এলাকাগুলোর মধ্যে যোগাযোগ হয়ে থাকে।