News71.com
 International
 15 May 17, 05:17 PM
 243           
 0
 15 May 17, 05:17 PM

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪ দিনের সরকারি সফরে ভারত পৌঁছেছেন।।  

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ৪ দিনের সরকারি সফরে ভারত পৌঁছেছেন।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে ৪দিনের এক সরকারি সফরে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নয়াদিল্লি পৌঁছেছেন। দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা করতে রবিবার রাতে প্রতিনিধি দলসহ আব্বাস নয়াদিল্লীতে পৌঁছান। ভারতে প্রেসিডেন্ট আব্বাসের এটি তৃতীয় রাষ্ট্রীয় সফর বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,তাঁর এ সফর দ্বি-পাক্ষিক সম্পর্ক,মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া,আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় পর্যালোচনা করার সুযোগ করে দেবে। সফরকালে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বিষয়ক সমঝোতা স্বারক স্বাক্ষরিত হবে বলে মনে করা হচ্ছে।ভারতের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী,পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাতের পাশাপাশি আব্বাস প্যালেস্টাইন-ইন্ডিয়া টেকনো পার্কের মধ্যে সহযোগিতা গড়ে তুলতে নইদায় স্থাপিত সেন্টার ফর ডেভলপমেন্ট অব অ্যাডভান্স কম্পিউটিং (সি-ডিএসি) পরিদর্শন করবেন বলে জানা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন