News71.com
 International
 15 May 17, 03:29 PM
 171           
 0
 15 May 17, 03:29 PM

ভারতে নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে মোদী সরকার।।

ভারতে নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে মোদী সরকার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ভারত-পাকিস্তান উত্তেজনা। আর সে লক্ষ্যেই এবার সীমান্ত নিরাপত্তা জোরদার করতে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর চিন্তা করছে ভারত। মোদী সরকারের এমন দৃঢ় পদক্ষেপে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতায় কোনো প্রভাব পরবে না বলেও জানানো হয়েছে।

এ ব্যাপারে ভারত সরকারের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন,পাকিস্তানের সঙ্গে আমাদের বসবাস করতে হবে। প্রতিরক্ষা বাজেট বাড়ানো হলে এটি আমাদের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। তারপরও ভারতের সবচেয়ে উচ্চাভিলাষী কর সংস্কার ব্যবস্থা জএসটি (পণ্য ও সেবা কর) ও নোট বাতিলের সঙ্গে সামঞ্জস্যতা রেখে এই বাজেট বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। বর্তমানে দেশটির মোট প্রতিরক্ষা বাজেট ৫৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে,গত ১ মে কাশ্মীরে লাইন অব কন্ট্রোলের কাছে পাকিস্তানিদের দ্বারা দুই ভারতীয় জওয়ানকে শিরশ্ছেদ করে হত্যার পর তাদের লাশ বিকৃত করার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভারতের প্রতিক্রিয়া কী হবে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও জানান,ভারতীয় সেনারা সময় ও স্থান বেছে নিয়েই এর পাল্টা জবাব দেবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন