আন্তর্জাতিক ডেস্কঃ মাত্র ২৫ টাকার জন্য হত্যা করা হল ১৫ বছর বয়সী এক আফগান কিশোরকে। পাকিস্তানের করাচিতে করিমবাদ এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটেছে। জানা গেছে,একটি আবাসনে সাফাইয়ের কাজ করত নুর আগা নামে ওই কিশোর। গতকাল রবিবার তাকে ওই আবাসনের সিঁড়ি পরিষ্কার করতে নির্দেশ দেয় ওই আবাসনের একটি ফ্ল্যাটের মালিক আয়াজ মালিক। কাজ শেষ করার পরে পারিশ্রমিক হিসেবে আয়াজের কাছ থেকে ২৫ টাকা দাবি করে ওই কিশোর। পারিশ্রমিক দিতে অস্বীকার করে আয়াজ। এরপর শুরু হয় বচসা।
উত্তেজনার মাথায় বন্দুক বের করে নুরকে লক্ষ্য করে গুলি চালায় আয়াজ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মৃত কিশোর ঝাড়ুদারের কাজ করত। সোহরাব গোথের মাচর কলোনিতে ভাইয়ের সঙ্গে থাকত সে। নুরের মৃত্যুর পর থেকেই আয়াজ পলাতক। ঘটনার পর তার বিরুদ্ধে শুরু হয়েছে তল্লাশি।