News71.com
 International
 14 May 17, 09:51 PM
 240           
 0
 14 May 17, 09:51 PM

ফ্লোরিডায় সঙ্গী পুলিশের জীবন বাঁচাতে নিজে গুলি খেল কুকুর ক্যাসপার।।

ফ্লোরিডায় সঙ্গী পুলিশের জীবন বাঁচাতে নিজে গুলি খেল কুকুর ক্যাসপার।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ একটি শুটআউটে সঙ্গী পুলিশকর্মীকে গুলির হাত থেকে বাঁচাতে নিজে গুলি খেল ক্যাসপার নামক এক কুকুর। ঘটনাটি ফ্লোরিডায়। ফ্লোরিডার জুপিটারে গুলি এবং ডাকাতিতে অভিযুক্ত আততায়ী ফিলিপ ওসিয়া। এদিন পুলিশ যখন তাকে ধরতে আসে, তখন সে পুলিশের ওপর গুলি চালাতে থাকে। গোলাগুলির সেই পরিস্থিতিতে ক্যাসপারের সঙ্গী পুলিশকর্মীর দিকে গুলি আসে। সেই সময়ে সেই গুলি মোটেই সঙ্গীর গায়ে লাগতে দেয়নি ক্যাসপার। গুলি লাগে তার শরীরে। আপাতত হাসপাতালে চিকিত্‌ধীন ক্যাসপার। তার শরীর থেকে গুলি বের করা হয়েছে। তার সঙ্গীই হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত ক্যাসপারের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন