নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ রবিবার সকালে ভোলার বোরহানউদ্দিনে পাঁচ ‘রত্মগর্ভ মা’ কে সংবর্ধনা দেওয়া হয়েছে। এরা হলেন- গোলেতাজ বেগম, রওশন আরা বেগম, শ্রীমতি পারুল বালা মজুমদার, রহিমা সরোয়ার চৌধুরী ও মরহুমা কাজী আঞ্জুমান আরা বেগম। সংবর্ধিত মায়েদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আলী আজম মুকুল এমপি। উপজেলা নির্বাহি অফিসার মোঃ আঃ কুদদসের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মাহফুজা ইয়াছমিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-অর-রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন প্রমুখ।