News71.com
 International
 14 May 17, 01:25 PM
 226           
 0
 14 May 17, 01:25 PM

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হল ভারতের আদিযোগী মূর্তি।।  

গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হল ভারতের আদিযোগী মূর্তি।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কোয়েম্বাটোরের ইশা যোগা কেন্দ্রের ‘আদিযোগী’র মূর্তি উচ্চতায় বিশ্বের সব থেকে বড়। এই রেকর্ড নিয়েই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে যুক্ত হল আদিযোগীর মূর্তি। মূর্তিটি উচ্চতায় ১১২ ফুট। এবছরের ২৪ ফেব্রুয়ারিই মূর্তিটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আদিযোগী হলেন যোগ সাধনার মূল উৎস। আদিযোগী বিজ্ঞান সম্পর্কে মানুষকে অবহিত করতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বছর এই ১১২ ফুট উচ্চতার মূর্তি উদ্বোধন করেন। মূর্তিটি তৈরি করতে সময় লেগেছে মোট ৩০ মাস। এই মূর্তিটি হওয়ার পর থেকে এলাকা রোজ ভিড় হয় হাজার হাজার দর্শনার্থীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন