আন্তর্জাতিক ডেস্কঃ গ্রিসের উত্তরাঞ্চলীয় থেসালোনিকি শহরের কাছে গতকাল শনিবার ট্রেন লাইনচ্যুত হয়ে একটি বাড়িতে সজোরে আঘাত হানলে ৪জন নিহত ও অপর ৫জন আহত হয়েছেন। ট্রেনটি এথেন্স থেকে রওয়ানা দিয়েছিল। আজ রবিবার গ্রিক রেল কোম্পানি ট্রাইনোস এ কথা জানিয়েছে। নিহতদের পরিচয় পরিচয় পাওয়া যায়নি। তবে ট্রাইনোস জানিয়েছে,আহতদের মধ্যে ট্রেনটির চালকও রয়েছেন।
ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়। ইঞ্জিনবাহী বগিটি একটি বাড়ির ওপর সজোরে আছড়ে পড়ে। সন্ধ্যায় তল্লাশি ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। ট্রেনটিতে ৭০ যাত্রী ছিল। দুর্ঘটনার ৩ঘণ্টার মধ্যেই অধিকাংশ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পুলিশ জানায়,থেসালোনিকি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে বগিগুলোর লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি।