আন্তর্জাতিক ডেস্ক : নিহত ভারতীয় জওয়ান লেফটেন্যান্ট উমর ফইয়াজকে শ্রদ্ধা জানাতে পথে নামল গোটা দেশ। ইন্ডিয়া গেটের সামনে মোমবাতি মিছিলে তাঁকে স্যালুট জানাল ভারতীয় সেনা। মোমবাতি মিছিলে সামিল হল বহু সাধারণ মানুষ। অন্যদিকে, ফইয়াজের পরিবারের হাতে ৭৫ লাখ টাকার চেক তুলে দিল ভারতীয় সেনা। ফইয়াজকে সম্মান জানাতে আর্মি গুডউইল স্কুল বেহিবাগের নাম বদলে শহিদ লেফটেন্যান্ট উমর ফইয়াজ গুডউইল স্কুল রাখার সিদ্ধান্ত নিল সেনা।
সম্প্রতি, জম্মু-কাশ্মীরে পুলিসকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিতে শুরু করেছে জঙ্গিরা। ৯ মে সোপিয়ানে আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন ২২ বছরের উমর। সেখান থেকে তাঁকে অপহরণ করে হিজবুল মুজাহিদিন জঙ্গিরা। পরেরদিন হারমেনে তাঁর বুলেটবিদ্ধ দেহ উদ্ধার হয়।