News71.com
 International
 14 May 17, 11:31 AM
 234           
 0
 14 May 17, 11:31 AM

ভারতের পশ্চিমবঙ্গের ৭ পুরসভায় ভোটগ্রহণ চলছে।।  

ভারতের পশ্চিমবঙ্গের ৭ পুরসভায় ভোটগ্রহণ চলছে।।   

আন্তর্জাতিক ডেস্কঃ আজ রবিবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ৭পুরসভায় ভোটগ্রহণ চলছে৷ সকাল ৭টা থেকে শুরু ভোট গ্রহণের পর্ব৷ গত বিধানসভা নির্বাচনের পর এবারই প্রথম তৃণমূলের কাছে প্রধান প্রতিপক্ষ বিজেপি৷ দক্ষিণ কাঁথি কিম্বা কোচবিহার লোকসভা কেন্দ্রের উপনির্বাচন,ভোটের ফলাফলের নিরিখে বেশ শক্তিশালী বিজেপি৷ পঞ্চায়েত নির্বাচনের আগে এবার রাজ্যের ৭পুরসভা ভোটেও নিজেদের শক্তি বাড়াতে বাড়াতে মরিয়া বিজেপি৷

৭পুরসভা নির্বাচনে যেমন কংগ্রেস-সিপিএম-গোর্খা জনমুক্তি মোর্চার টিকে থাকার লড়াই,তেমনই বিজেপির প্রভাব কতটা বাড়ল,তারও পরীক্ষা আজ৷ তবে এক ইঞ্চি জমিও ছাড়তে চায় না তৃণমূল কংগ্রেস৷ শাসক-বিরোধী চাপান-উতোরে প্রতিটি পুর এলাকায় প্রবল উত্তেজনার সৃষ্টি হয়েছে৷ ভোটের সময় অশান্তি রুখতে কোমর বেধেছে রাজ্য নির্বাচন কমিশনও৷ হাঙ্গামা ঠেকাতে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন না হলেও কয়েক হাজার রাজ্য সশস্ত্র পুলিশ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন৷ সেই সঙ্গে টহলদারিতেও থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ৷ তবে পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী৷

আজ,রবিবার দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াং,মিরিক,রায়গঞ্জ,ডোমকল এবং পুজালি পুরসভায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ করা হবে৷ ৭টি পুরসভার মধ্যে মিরিক ও ডোমকল নতুন৷ ৭টি পুরসভার ১৪৮টি ওয়ার্ডের ৩৮৫টি বুথে মোট ভোটার ৩ লক্ষ ১৪ হাজার ৫৪৭ জন৷ মোট ৫৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন আজ জনতা৷৭টি পুরসভার মধ্যে পাহাড়ের দার্জিলিং,কালিম্পং,কার্শিয়াং ও মিরিক পুর এলাকায় টানটান উত্তেজনায় ভোট হচ্ছে৷ এবারই প্রথম গোর্খা জনমুক্তি মোর্চাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস৷ দীর্ঘদিন ধরে অসুস্থ প্রিয়রঞ্জন দাশমুন্সির গড় বলে পরিচিত রায়গঞ্জে ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল। সেখানে কংগ্রেসের ঘর ভাঙিয়ে তৃণমূল রায়গঞ্জ দখল করতে চেষ্টার কসুর করছে না৷ লড়াইয়ের রয়েছে বিজেপিও৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন