আন্তর্জাতিক ডেস্কঃ কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। তবে খুব শিগগির তা খারিজ করতে চলেছে পাকিস্তান। জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে সেনা আদালতের সিদ্ধান্তই কার্যকর করবে তারা। এমনটাই দাবি পাকিস্তানি খবরের চ্যানেল ‘দুনিয়া নিউজ’–এর। আন্তর্জাতিক আদালতের নির্দেশকে ধর্তব্যের মধ্যেই আনছে না ইসলামাবাদ। দেশের অ্যাটর্নি জেনারেলকে সবকিছু জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তার খাতিরে আন্তর্জাতিক আদালতের নির্দেশ খারিজ করা যেতেই পারে।
পাকিস্তান বা কোনও রাষ্ট্রই আন্তর্জাতিক আদালতের রায় মানতে বাধ্য নয়। গত ২৯ মার্চ নিজেদের দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলিকে আন্তর্জাতিক আদালতের এক্তিয়ারের বাইরে রাখার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ। বিরোধ হোক বা সশস্ত্র সংঘাত অথবা বিদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন,ভবিষ্যতে এই ধরনের ঘটনায় আন্তর্জাতিক আদালতের কোনও সুপারিশ মানতে বাধ্য থাকবে না পাকিস্তান। তাই মোদি সরকার যতই চেষ্টা করুক না কেন,এই মামলায় পাকিস্তানকে ধরাশায়ী করতে পারবে না।
মৃত্যুদণ্ড কার্যকর করতে পাকিস্তান কুলভূষণ যাদবের স্বীকারোক্তিকে হাতিয়ার করতে পারে বলে গোপন সূত্রে খবর পাওয়া গেছে। নৌসেনা থেকে অবসর নিলেও, ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র’–এর হয়ে কাজ করছিল বলে গত বছরই বয়ান দিয়েছিলেন যাদব। চীন–পাকিস্তান অর্থনৈতিক করিডোরের বিরুদ্ধে অস্থিরতা তৈরি করতে চেয়েছিলেন বলেও মেনে নেন। তাই সাজা কার্যকর করতে বিশেষ বেগ পেতে হবে না ইসলামাবাদকে।
ভারত অবশ্য শুরু থেকেই কুলভূষণের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে এসেছে। চরবৃত্তি নয়,গত বছর ব্যবসার খাতিরে ইরান গিয়েছিলেন ভারতীয় নৌসেনার সাবেক অফিসার কুলভূষণ যাদব। সেখান থেকে তাকে অপহরণ করে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে আচমকাই মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাকে।
ভারতের সঙ্গে কোনওরকম পরামর্শ ছাড়াই রায় শুনিয়েছে পাকিস্তানের সেনা আদালত। এমনকি সাজা ঘোষণার পরও কুলভূষণের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি ইসলামাবাদ। ১৬ বার দিল্লির আবেদন খারিজ করেছে তারা। বাধ্য হয়ে গত ৮ মে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় ভারত। তারপর গত ১০ মে কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের উপরে স্থগিতাদেশ জারি হয়। আগামী ১৫ মে আন্তর্জাতিক আদালতে এই মামলার প্রকাশ্য বিচার হবে বলে জানা গেছে।