আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে দুই ভারতীয় নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালের দিকে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নওশেরা সেক্টরে ওই গোলাগুলিতে আরও সাত জন আহত হয়েছেন যার মধ্য চারজনই ভারতীয় সেনাসদস্য। রাজৌরির ডেপুটি কমিশনার ড. শাহীদ ইকবাল চৌধুরী বলেন,আজ শনিবার সকাল ৭.৩০ মিনিট নাগাদ সীমান্তবর্তী খোরি, ধানাকা, গনাই, কালসিয়ান ভবানি, সারিয়া, ঝাননগর এবং খাম্বা এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ভারি গুলি ও মর্টার শেল নিক্ষেপ করে। সেনা সূত্রে খবর,গুলিতে যে চার ভারতীয় সেনা জওয়ান আহত হয়েছেন তারা প্রত্যেকেই ৪৮ রাষ্ট্রীয় রাইফেলের সদস্য। তাদের গ্যারিসন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওশেরা পুলিশ থানার প্রধান কুলদীপ কৃষাণ জানান,নিহতরা হলেন- তোফায়েল হুসেন (৫১) এবং তার এক আত্মীয়ের মেয়ে আসিয়া (১৩)। ঘটনায় আহত হয়েছেন তোফায়েলের স্ত্রী জাইতুন বেগমসহ আরও দুইজন বেসামরিক মানুষ। তাদের জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মভারতীয় সেনার মুখপাত্র লেফটেন্যান্ট মনীশ মেহতা জানান,ভারতের পক্ষ থেকেও হামলার পাল্টা জবাব দেয়া হচ্ছে। দুই দেশের সেনাবাহিনীর মধ্যে এখনও সংঘর্ষ চলছে।