News71.com
 International
 13 May 17, 06:44 PM
 252           
 0
 13 May 17, 06:44 PM

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা, নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তানে জঙ্গি হামলা, নিহত ১০

 

নিউজ ডেস্কঃ পাকিস্তানের বেলুচিস্তানে গতকাল শুক্রবারের ভয়াবহ নাশকতার পর এবার এলোপাথাড়ি গুলি চালিয়ে ১০ শ্রমিককে হত্যা করা হল। ঘটনাস্থল বেলুচিস্তানের অতি নিরাপত্তাজনিত এলাকা গোয়াদর বন্দর এলাকা। এখানেই চীনের সঙ্গে যৌথ উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল গড়েছে পাকিস্তান৷ সুত্র জানায়,গোয়াদর বন্দরের কাছে একটি রাস্তায় তখন কাজ করছিলেন শ্রমিকরা। এমন সময় কয়েকজন বন্দুকধারী বাইকে চেপে এসে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই ৮ শ্রমিকের মৃত্যু হয়। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ তুমুল বিশৃঙ্খলার মাঝেই হামলাকারীরা পালিয়ে যায়৷ গুলিতে জখম গুরুতর দুই শ্রমিকের মৃত্যু হয়েছে স্থানীয় হাসপাতালে৷

ঘটনার জেরে বেলুচিস্তানসহ পাকিস্তানের অন্যান্য শহরে ছড়িয়েছে আতঙ্ক। গতকাল শুক্রবার বালোচ প্রদেশের মাস্তুং এলাকায় প্রবল বিস্ফোরণে ২৫ জনের মৃত্যু হয়েছে। সেখানে টার্গেট করা হয়েছিল পাক আইন সভার ডেপুটি চেয়ারম্যান। সেই ঘটনার জের কাটতে না কাটতেই আবারও এই নাশকতা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন