News71.com
 International
 13 May 17, 02:21 PM
 286           
 0
 13 May 17, 02:21 PM

নওসেরায় পাক সেনার ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃত ২

নওসেরায় পাক সেনার ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন, মৃত ২

আন্তর্জাতিক ডেস্ক : ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। পাক সেনার ছোড়া মর্টার আর গোলাগুলিতে প্রাণ গেল দু' জনের। আহত আরও তিন। জানা গেছে, নওসেরায় LOC বরাবর হামলা চালায় পাক সেনা। মর্টার ছাড়াও স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গোলা-গুলি বর্ষণ চলে। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় বাহিনীও।

গত বুধ আর বৃহস্পতিবারেও LOC-র ওপার থেকে মর্টার হামলা চালায় পাকিস্তান। এক মহিলার মৃত্যু হয়। জখম হন পাঁচজন। লাগাতার অশান্তির জেরে সীমান্ত এলাকাতে থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে নওসেরা, মাঞ্জাকোটের স্কুলগুলি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন