News71.com
 International
 13 May 17, 02:20 PM
 541           
 0
 13 May 17, 02:20 PM

মার্কিন বোমারু বিমানের গতিপথ রোধ করে দিল রাশিয়ান বোমারু বিমান।।

মার্কিন বোমারু বিমানের গতিপথ রোধ করে দিল রাশিয়ান বোমারু বিমান।।

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও মুখোমুখি আমেরিকা-রাশিয়া। এবার কৃষ্ণ সাগরের আকাশে একটি মার্কিন গোয়েন্দা বিমানের গতিপথ রোধ করে দিল রাশিয়ান এক বোমারু বিমান। চাঞ্চল্যকর এ তথ্য প্রকাশ করেছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানানো হয়,রাশিয়া সীমান্তের দিকে যাওয়ার সময় মার্কিন এই বোমারু বিমানটির গতিপথ রোধ করে রুশ বিমান এসইউ-৩০। যা কিনা মারাত্মক বিপজ্জনক পরিস্থিতিতে করা হয় বলে জানা গেছে। যুদ্ধবিমানের পাইলটদের দারুণ দক্ষতার জন্যই মাঝ আকাশে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সামরিক পর্যবেক্ষকরা।

এ ব্যাপারে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালায়ের পক্ষ থেকে জানানো হয়েছে,নিরাপদ দূরত্ব থেকেই রুশ পাইলটরা কৃষ্ণ সাগরের আকাশে একটি বস্তু দেখতে পান। প্রথমে ওটা যুদ্ধবিমান বলে বোঝা যায়নি। পরে সেটিকে মার্কিন গোয়েন্দা বিমান পি-৮এ হিসেবে শনাক্ত করা হয়। রুশ রাডারে ধরা পড়ার পর রুশ পাইলট মার্কিন পাইলটের সঙ্গে কথা বলেন এবং বিমানের বিশেষ কসরত দেখান। তখন মার্কিন গোয়েন্দা বিমানটি রুশ সীমান্তে দিকে না গিয়ে ভিন্ন দিকে চলে যায়। পরে এসইউ-৩০ বিমানটি নিরাপদে ঘাঁটিতে ফিরে যায়।

বলা হয়েছে,গত ৯ মে সকালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। ওই দিন রাশিয়া নাজি জার্মানির বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হওয়ার বার্ষিকী পালন চলছিল। সেই সময় রাশিয়ান সীমান্তে ঘটে এ ঘটনা। তবে কি কারনে রাশিয়ান সীমান্তে মার্কিন গোয়েন্দা বিমান গেল তা এখনও জানা যায়নি। এমনকি, আমেরিকার পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনায় বাড়তি সতর্কতা গ্রহণ করেছে রাশিয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন