News71.com
 International
 13 May 17, 02:05 PM
 290           
 0
 13 May 17, 02:05 PM

পর্তুগালের দুই মেষপালক শিশুকে সেইন্ট ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস।।  

পর্তুগালের দুই মেষপালক শিশুকে সেইন্ট ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস।।   

আন্তর্জাতিক ডেস্কঃ পর্তুগালের দুই মেষপালক শিশুকে সন্ত বা সেইন্ট ঘোষণা করলেন পোপ ফ্রান্সিস। আজ শনিবার দেশটির ফাতিমা গির্জা কমপ্লেক্সে লাখো রোমান ক্যাথলিকের উপস্থিতিতে ক্যানোনাইজেশন সেরেমনির মাধ্যমে তাদের পবিত্র ব্যক্তি হিসেবে ঘোষণা করা হয়। সুত্র জানায়, প্রায় এক শতাব্দী আগে মেষ চড়ানোর সময় তারা ‘মা মেরির’ দেখা পেয়েছিলেন। ওই দুই শিশু ছাড়াও সেসময় তাদের সঙ্গে থাকা অপর এক শিশুকেও সেইন্টহুড (পবিত্র ব্যক্তি) ঘোষণার প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

গত শুক্রবার মাত্র ২৪ ঘণ্টার সফরে পর্তুগালে যান পোপ ফ্রান্সিস। লিসবনের একটি সামরিক বিমানবন্দরে নেমেই তিনি চলে যান ফাতিমা গির্জা কমপ্লেক্সে। সেখানে প্রায় ১০ লাখ লোক তাকে অভ্যর্থনা জানান। এসময় পোপের জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করে পর্তুগিজ প্রশাসন। যে দুই শিশুকে সেইন্ট ঘোষণা করা হয়েছে তাদের নাম যথাক্রমে জেসিন্তা ও ফ্রান্সিস্কো মার্টো’। ১৯১৮-১৯ সালে দুর্ভাগ্যজনকভাবে ইউরোপীয় ইনফ্লুয়েঞ্জা মহামারীতে তাদের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন