আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের 'বঙ্গভূষণ' সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২০ মে বিকেলে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া একটি রাষ্ট্রীয় সম্মাননা 'বঙ্গভূষণ'। অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বদের ২০১২ সাল থেকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। এর আগে,২০১৫ সালে বাংলাদেশের প্রয়াত নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকেও 'বঙ্গবিভূষণ' (মরণোত্তর) সম্মাননা প্রদান করেছিল পশ্চিমবঙ্গ সরকার।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বন্যা বলেন,বঙ্গভূষণ সম্মাননা পাওয়ার খবরে আনন্দিত বোধ করছি। বিশেষ করে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেবেন। এ ধরনের পুরস্কার কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, নতুনভাবে পথ চলতে অনুপ্রেরণা দেয়।