News71.com
 International
 13 May 17, 12:56 PM
 251           
 0
 13 May 17, 12:56 PM

বঙ্গভূষণ সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।।  

বঙ্গভূষণ সম্মাননা পাচ্ছেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।।   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের 'বঙ্গভূষণ' সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। আগামী ২০ মে বিকেলে কলকাতার নজরুল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া একটি রাষ্ট্রীয় সম্মাননা 'বঙ্গভূষণ'। অবদানের স্বীকৃতি হিসেবে বিশিষ্ট ব্যক্তিত্বদের ২০১২ সাল থেকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে। এর আগে,২০১৫ সালে বাংলাদেশের প্রয়াত নজরুলগীতি শিল্পী ফিরোজা বেগমকেও 'বঙ্গবিভূষণ' (মরণোত্তর) সম্মাননা প্রদান করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

এ প্রসঙ্গে প্রতিক্রিয়ায় বন্যা বলেন,বঙ্গভূষণ সম্মাননা পাওয়ার খবরে আনন্দিত বোধ করছি। বিশেষ করে মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত থেকে এই সম্মাননা তুলে দেবেন। এ ধরনের পুরস্কার কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়, নতুনভাবে পথ চলতে অনুপ্রেরণা দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন