News71.com
 International
 13 May 17, 12:55 PM
 236           
 0
 13 May 17, 12:55 PM

চলতি বছরের এই কয়দিনে ব্রাজিলে হলুদ জ্বরে ২৫৯ জনের মৃত্যু।।  

চলতি বছরের এই কয়দিনে ব্রাজিলে হলুদ জ্বরে ২৫৯ জনের মৃত্যু।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি বছর ব্রাজিলে হলুদ জ্বর বা পীতজ্বরে আক্রান্ত হয়ে অন্তত ২৫৯ জন মারা গেছে বলে জানিয়েছে দেশটির সরকার। তাদের বেশিরভাগই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের। গতকাল শুক্রবার এক ঘোষণায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়,এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে ২৫৯ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও ৪৭ জন এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এছাড়া,এই রোগে আক্রান্তদের সংখ্যা বেড়ে ৭৫৬ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি,হলুদ জ্বরে আক্রান্ত হয়েছে এ আশংকায় স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও ৬২২ জনকে পরীক্ষা নিরীক্ষা করে দেখছে।

আরও জানা যায়,ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইস ও স্পিরিতো সান্তোতে সবচেয়ে বেশি লোক এই রোগে আক্রান্ত হয়েছে। দুটি রাজ্যে যথাক্রমে ৪৮৮ ও ২৩৪ জনের এই রোগ ধরা পড়েছে। এছাড়া,সাও পাওলো ও রিও ডি জানেরিওতেও হলুদ জ্বরে মৃত্যুর ঘটনা ঘটে। উল্লেখ্য,কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ মহামারীর আকারে ছড়িয়ে পড়া এই জ্বর মোকাবেলায় দেশটির কর্তৃপক্ষ দুই কোটির বেশি প্রতিষেধক বিতরণ করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন