আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান জেমস কোমিকে বরখাস্তের পর তার স্থলে নিয়োগের জন্য ৪জনের সাক্ষাতকার নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার এই সাক্ষাৎকার নেয়ার কথা রয়েছে বলে জানায় মার্কিন প্রশাসন। জানা গেছে,এফবিআই এর ভারপ্রাপ্ত পরিচালক এন্ড্রু ম্যাককেবেসহ আরো ৪ব্যক্তি মার্কিন এটর্নি জেনারেল জেফ সেশনস ও তার ডেপুটি রড রোজেনস্টাইনের সঙ্গে দেখা করবেন। কিন্তু মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে,কোমির স্থলে অন্তত ১১ জন প্রতিযোগীকে বিবেচনা করা হচ্ছে।
এর আগে,বাংলাদেশ সময় গত বুধবার ভোররাতে হোয়াইট হাউজের পক্ষ থেকে ঘোষণা করা হয়,জেমস কোমিকে চাকরীচ্যুত ও তার কার্যালয় থেকে অপসারণ করা হয়েছে। এফবিআই পরিচালক হিসেবে জেমস কোমি সর্বশেষ অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সঙ্গে রাশিয়ার কোনও যোগসূত্র ছিল কিনা,তা নিয়ে একটি তদন্তের নেতৃত্ব দিচ্ছিলেন। আর এ কারণেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে সন্দেহ করছেন ডেমোক্রেটরা। যদিও হোয়াইট হাউজ জানায়,গত সপ্তাহেও মার্কিন কংগ্রেসের শুনানিতে হিলারি ক্লিনটনের ই-মেইলের ব্যাপারে ভুল তথ্য দিয়েছেন তিনি।হোয়াইট হাউজের মুখপাত্র শন স্পাইসার বলেছেন,ওই পদের জন্য যোগ্য প্রার্থী নির্বাচন করে খুব দ্রুত তাকে নিয়োগ দিতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক সরকারি সূত্রের বরাতে জানিয়েছে,এফবিআই’র শূন্যস্থান পূরণের জন্য খুব ‘দ্রুত অগ্রসর’ হচ্ছে যুক্তরাষ্ট্র।