News71.com
 International
 13 May 17, 12:20 PM
 257           
 0
 13 May 17, 12:20 PM

ভারতে আর একটা হামলা হলেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ।। কঠোর হুঁশিয়ারি আমেরিকার

ভারতে আর একটা হামলা হলেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন হবে ।। কঠোর হুঁশিয়ারি আমেরিকার

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান যদি ভারতে আর একটা হামলা ঘটায় তাহলে ইসলামাবাদের সাথে সব সম্পর্ক শেষ হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স'এর ডিরেক্টর ড্যানিয়েল আর কোটস বলেন,২০১৭ সালেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হবে। বিশেষত,যদি আর একটা হামলা চালায় ইসলামাবাদ।

এই গোয়েন্দা প্রধান আরও বলেন, ভারতবিরোধী জঙ্গি কার্যকলাপে রাশ টানতে ব্যর্থ পাকিস্তান। এমনকি পাঠানকোট হামলার তদন্তও তেমন অগ্রগতি দেখাতে পারেনি ইসলামাবাদ। ২০১৬ সালের ২ জানুয়ারি পাঠানকোট হামলায় সাত ভারতীয় সেনা নিহত হন। এই হামলায় অভিযোগ ওঠে পাকিস্তান জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের বিরুদ্ধে। এছাড়া,সীমান্তে ক্রমশ জঙ্গিদের উপস্থিতি বাড়ছে বলেও জানিয়েছে আমেরিকা। এই জঙ্গিরা ভারত ও আফগানিস্তানে হামলা চালাতে প্রস্তুত থাকে। এর জন্য চীন-পাকিস্তান ইকনমিক করিডোরও দায়ি বলে জানান তিনি।

অন্যদিকে,পাকিস্তানকে 'সন্ত্রাসবাদের মদতদাতা দেশ' হিসেবে ঘোষণা করার দাবিও উঠেছে আমেরিকায়। এই দাবি জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হল। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের এক প্রভাবশালী সদস্য এই বিল পেশ করেন। কংগ্রেস সদস্য টেড পো তথা সন্ত্রাসবাদ সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা আইন পেশ করেন বলে জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন