News71.com
 International
 13 May 17, 10:34 AM
 334           
 0
 13 May 17, 10:34 AM

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলে অর্ধেকই নারী।।

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দলে অর্ধেকই নারী।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী জুনে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে ৫৭৭টি আসনের বিপরীতে ৪২৮ আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। গতকাল শুক্রবার প্রকাশিত তালিকায় দেখা গেছে,ম্যাক্রোঁর দল রিপাবলিক অন দ্য মুভের মনোনয়ন পাওয়া প্রার্থীদের অর্ধেকই নারী। ৪২৮ প্রার্থীর ২০০ জনই রাজনীতিতে নতুন মুখ। তারা কখনো রাজনীতিক পদে আসীন ছিলেন না। প্রার্থীদের মধ্যে মাত্র ২৪ জন বিদায়ী প্রেসিডেন্ট ওঁলাদের দল সোশ্যালিস্ট পার্টির সংসদীয় সদস্য। তবে ঘোষিত এই দলে কোনো হেভিওয়েট প্রার্থী নেই। মনোনয়নের তালিকায় তরুণদের প্রাধান্য বেশি। প্রার্থীদের গড় বয়স ৪৬। সবচেয়ে কম বয়সী প্রার্থীর বয়স মাত্র ২৪ বছর। আর সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রার্থীর বয়স ৭২ বছর। দেশটিতে বর্তমান পার্লামেন্ট সদস্যদের গড় বয়স ৬০ বছর।

৩৯ বছর বয়সী ম্যাক্রোঁ ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট। মাত্র ১৩ মাস আগে দল গঠন করে সম্প্রতি অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে চমক দেখান তিনি। আগামীকাল রবিবার শপথ নিচ্ছেন ম্যাক্রোঁ। কিন্তু শ্রম আইন সংস্কারসহ নির্বাচনে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তাকে সংসদেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে। তাই প্রেসিডেন্ট নির্বাচনে জিতলেও ম্যাক্রোঁ জানিয়েছেন,জুনে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচন তার কাছে আরও বেশি চ্যালেঞ্জের।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন