আন্তর্জাতিক ডেস্ক : ফের পুলিসকে কড়া বার্তা দিলেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । নদিয়ার পর এবার হাওড়ায়। গা বাঁচিয়ে চলা পুলিসের কাজ নয়। বললেন প্রশাসনিক বৈঠকে। বেআইনি কাজের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ। এদিন নাম না করে দলের নেতাদেরও হুঁশিয়ারি দেন দিদি। কখনও বাহবা, কখনও ধমক। হাওড়ার প্রশাসনিক সভায় এই মন্ত্রেই চললেন মুখ্যমন্ত্রী।
পুলিসকে কড়া বার্তা দিয়ে দিদি বললেন উর্দির মান রাখতে, পুলিসকে আরও সক্রিয় হতে হবে । তিনি বল্লেন বার্তা স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষার প্রশ্নে কোনও আপস নয়। 'বেআইনি কাজ বরদাস্ত নয়' বেআইনি কাজের ফল একটাই। কঠোর শাস্তি। দল-রং দেখার প্রশ্নই নেই, বলেন মুখ্যমন্ত্রী।