আন্তর্জাতিক ডেস্কঃ সাত সকালেই ফের উত্তপ্ত হল উপত্যকা। আবারও যুদ্ধ বিরতি চুক্তি ভাঙল পাকিস্তান সেনাবাহিনী। আজ শুক্রবার সকালের দিকে ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মিরের আর্নিয়া সেক্টরে।বিএসএফের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে,আজ শুক্রবার সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ভারতীয় সেনাদের লক্ষয করে গুলি ছোঁড়ে পাকিস্তান সেনা। ছোট মর্টার শেলও ছোঁড়া হয়। পাকিস্তান সেনাবাহিনীর আক্রমণের পালটা জবাব দিতে শুরু করে ভারতীয় সেনা। ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
শেষ পাওয়া খবরে উক্ত ঘটনায় একজন বিএসএফ জওয়ান জখম হয়েছেন। জম্মু-কাশ্মীর সীমান্তে পাকিস্তানের যুদ্ধ বিরতি চুক্তি ভাঙার ঘটনা নতুন কিছু নয়। এর আগে বহুবার ঘটেছে এই ঘটনা। চলতি সপ্তাহের মঙ্গলবার পাকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছিল ওই দেশের প্রশাসন।