News71.com
 International
 12 May 17, 05:17 PM
 223           
 0
 12 May 17, 05:17 PM

মার্কিন ক্ষেপণাস্ত্রে সাজছে আমিরাত......  

মার্কিন ক্ষেপণাস্ত্রে সাজছে আমিরাত......   

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের কাছে ২ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পেন্টাগন জানিয়েছে, এই প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাত যুক্তরাষ্ট্র থেকে ১৬০টি ক্ষেপণাস্ত্র পাবে, যার আনুমানিক মূল্য ২ বিলিয়ন ডলার ধরা হয়েছে। খবর এএফপির।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা দফতর এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির জাতীয় নিরাপত্তার উন্নয়ন, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতি মেনেই এই অস্ত্র কেনা হচ্ছে। এতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে ৬০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র এবং ১০০টি প্যাট্রিয়ট দূরপাল্লার উন্নত ক্ষেপণাস্ত্রের অনুরোধ করেছিল ইউএই সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন