আন্তর্জাতিক ডেস্ক : ফের উত্তপ্ত কাশ্মীর। নতুন করে বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে শ্রীনগরের নৌহাট্টা ও সোপিয়ান শহরে। আজ সকাল থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ওই দুই এলাকায়। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে।
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয়। তবে, তাতেও তেমন কাজ হয়নি বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। তবে ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। অন্যদিকে, সোপিয়ানের সংলু চক এলাকাতেও একই ভাবে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের হঠাতে রাস্তায় নামানো হয়েছে বিশাল বাহিনী।