আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘শান্তি প্রতিষ্ঠার’ আহ্বান জানিয়েছেন। এসময় প্রতিদ্বন্দ্বী এ দুই দেশের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টকে ছবি তুলতেও দেখা যাচ্ছে। এক টুইটার বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘গতকাল আমি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিনের সঙ্গে বৈঠক করেছি। সেখানে আমি উভয় পক্ষকে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছি।’ উল্লেখ্য, ২০১৪ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত চলছে। এক্ষেত্রে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বিরোধের প্রধান কারণ হচ্ছে রাশিয়ার ক্রিমিয়া দখল।
এর আগে, মার্কিন রিপালিকান দলের এ নেতা তার ওভাল অফিসে লাভরভকে স্বাগত জানান। তাছাড়া পরবর্তীতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে ইউক্রেনের ক্লিমকিনের সাক্ষাতের একদিন পর শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে এ দুই দেশের কূটনীতিকদের সঙ্গে ট্রাম্পের হাস্যজ্জল ছবি টুইটার বার্তায় দেখা যায়। যদিও মার্কিন প্রেসিডেন্টের সরকারি কর্মসূচিতে ট্রাম্প-ক্লিমকিনের সাক্ষাতের বিষয়টি নির্ধারিত ছিল না। এএফপি।