আন্তর্জাতিক ডেস্ক চরম বিপাকে সনিয়া গাঁধী, রাহুল গাঁধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় মা ও ছেলের বিরুদ্ধে আয়কর তদন্তের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। ফলে দুজনকে বিচারের মুখে পড়তে হবে। এর আগে পাতিয়ালা হাইকোর্ট কংগ্রেস সভানেত্রী ও সহ সভাপতির বিরুদ্ধে এই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছিল, যাকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তাঁরা। এই মামলায় কংগ্রেসের আরও কয়েকজন নেতার পাশাপাশি তাঁরাও অভিযুক্ত। বাকি অভিযুক্তরা হলেন মোতিলাল ভোরা, অস্কার ফার্নান্ডজ, সুমন দুবে, স্যাম পিত্রোদা।
বাজার মূল্য ২ হাজার কোটি টাকার বেশি, কিন্তু মাত্র ৫০ লক্ষ টাকা দিয়ে এমন একটি কোম্পানির মালিকানা পাওয়ার জন্য সনিয়া, রাহুলের বিরুদ্ধে ২০১২ সালে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। ওঁদের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ তোলেন তিনি। তার ভিত্তিতেই এই মামলা।
স্বামীর অভিযোগ, ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি সংস্থা ৫০ লক্ষ টাকা দিয়েছিল দি অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড কেনার জন্য। ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র প্রকাশ করত অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেড। ইয়ং ইন্ডিয়ায় সনিয়া, রাহুল দুজনেরই শেয়ার আছে। তাঁরা ওই কোম্পানির ডিরেক্টর।
কংগ্রেসের কাছে অ্যাসোসিয়েট জার্নালস লিমিটেডের দেনা ছিল ৯০.২৫ কোটি টাকা। স্বামীর দাবি, এমন একটি সংস্থার মালিকানা কংগ্রেস যেভাবে ইয়ং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের মাধ্যমে পেয়েছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ন্যাশনাল হেরাল্ড মামলায় সাক্ষীদের তলব করার আর্জি জানিয়েছিলেন স্বামী। সনিয়া, রাহুল তার বিরোধিতা করেছিলেন।