News71.com
 International
 12 May 17, 12:10 PM
 223           
 0
 12 May 17, 12:10 PM

রাশিয়ার সঙ্গে আমার কোনো আঁতাত নেই ।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  

রাশিয়ার সঙ্গে আমার কোনো আঁতাত নেই ।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প   

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,আমার বা আমার শিবিরের সঙ্গে রুশদের কোনও আঁতাত নেই। তিনি দাবি করেছেন,তার সঙ্গে রাশিয়ার কোনও সংশ্লিষ্টতা নেই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক জেমস কোমির বরখাস্ত হওয়া এবং নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত নিয়ে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন,রাশিয়া নিয়ে আমার কিছুই করার নাই। রাশিয়ায় আমার কোনও বিনিয়োগ নেই। রাশিয়ায় কোনও সম্পত্তিও নেই আমার। আমি কোনোভাবেই রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট নই। সম্প্রতি এক টুইট বার্তায় ট্রাম্প বলেছেন,রুশ-ট্রাম্প আঁতাতের অভিযোগ হলো এক ভ্রান্ত চিন্তা। তবে এফবিআই-এর তদন্ত চালিয়ে যাওয়ার কথা বলেছেন ট্রাম্প। এমনকি দ্রুত অগ্রগতিরও আকাঙ্ক্ষা জানান ট্রাম্প। এফবিআই প্রধান কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প বলেন,তিনি একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়,আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন