News71.com
 International
 12 May 17, 12:09 PM
 224           
 0
 12 May 17, 12:09 PM

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গী হুমকি বার্তা ।।  

কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গী হুমকি বার্তা ।।   

নিউজ ডেস্কঃ কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে জঙ্গিরা হামলা চালাতে পারে- এই মর্মে একটি হুমকি বার্তা এসে পৌঁছেছে। হুমকি বার্তাটি পাওয়ার পরই বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জিকে জানান ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। দূতাবাসের তরফে ফোন পেয়ে মুখ্যমন্ত্রীও সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিশনের পার্শ্ববর্তী স্থানগুলিতে যে কোন অস্বাভাবিক গতিবিধির ওপর কড়া নজর রাখতে বলেছেন। মিশনের নিরাপত্তাও কয়েকগুণ বাড়ানো হয়েছে।

সূত্রে খবর,পশ্চিমবঙ্গের পান্ডুয়া ভিত্তিক একটি সংগঠনের লেটার প্যাডে গত বুধবার ওই হুমকি চিঠিটি আসে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে। চিঠিতে বলা হয় বাংলাদেশ থেকে ২০ জন জেহাদি হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তারাই বাংলাদেশ মিশনে হামলা চালাবে। হুমকি চিঠি পাওয়ার পরই দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকায় ভারতীয় হাই কমিশনেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। তবে হুমকির বিষয়ে আজ শুক্রবার কলকাতাস্থ ডেপুটি হাই কমিশনারকে ফোন করেও তার সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন