News71.com
 International
 11 May 17, 05:43 PM
 253           
 0
 11 May 17, 05:43 PM

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়াল ৯, আহত ২০

চীনে ভূমিকম্পে নিহতের সংখ্যা দাঁড়াল ৯, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল শিনজিয়াংয়ের তাশকরগান এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি মানুষ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই ভূমিকম্প হয়। স্থানীয় ভূমিকম্প দপ্তর এই তথ্য জানিয়ে বলেছে, তাজিকিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী শিনজিয়ানের প্রত্যন্ত পার্বত্য এলাকায় এই ভূমিকম্প আঘাত হানে।

শিনজিয়ান ভূমিকম্প দপ্তর সূত্রে জানা যায়, ভূমিকম্পে ২৩ জন আহত হয়েছে, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এতে কম বসতিপূর্ণ এই অঞ্চলের ১৮০টিরও বেশি ভবন ধসে পড়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পে ১২ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নয় হাজার ২০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। চীনের পশ্চিমাঞ্চলে প্রাণঘাতী ভূমিকম্প নতুন নয়। জনসংখ্যা কম হওয়ায় ভূমিকম্পে হতাহতের সংখ্যা তুলনামূলক কম। কিন্তু ২০০৩ সালে এই অঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার এক ভূমিকম্পে ২৬৮ জন নিহত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন