আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার যুদ্ধে কেবল সন্ত্রাসবাদের জয় হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুয়েতেরেজ। তার মতে,এ যুদ্ধে সরকার বা বিদ্রোহী কোনও পক্ষেরই জয়ী হওয়া সম্ভব নয়। মহাসচিব হওয়ার পর গতকাল বুধবার ব্রিটেনে প্রথমবারের মতো জনতার উদ্দেশে ভাষণ দিলেন গুয়েতেরেজ। এসময় তিনি এসব কথা বলেন। সুত্রের খবর। ব্রিটেনের জাতিসংঘ অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ওই ভাষণে গুয়েতেরেজ বলেন,আমাদের এখনই বুঝতে হবে যে চলমান সিরীয় যুদ্ধ কেবল বিপদই বাড়াবে। আন্তর্জাতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে উসকে দেবে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে। এ ব্যাপারে তিনি আরও বলেন,সিরিয়ায় তাণ্ডব চালানো সব পক্ষ যখন বুঝতে পারবে যে জয়ী হওয়া সম্ভব নয়,তখন তারা নিজেদের সংযত রাখবে। এর বাইরে যুদ্ধ শেষ হওয়ার কোনও পথ নেই।
এসময় জাতিসংঘের ভূমিকা নিয়ে মহাসচিব বলেন,আন্তর্জাতিক কূটনীতি ‘অচল’ হয়ে গেছে। তার মতে,বর্তমানে নিরাপত্তা পরিষদ কেবলমাত্র সেখানেই কাজ করতে পারে যেখানে আঞ্চলিক ঐক্য রয়েছে। লিবিয়া,দক্ষিণ সুদান ও ইয়েমেনের যুদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি। এছাড়া,উগ্র জাতীয়তাবাদের উত্থান নিয়ে প্রশ্ন করলে গুয়েতেরেজ বলেন,গুটিকয়েক মানুষ অনেক অর্থ উপার্জন করছে আর অন্যরা পিছিয়ে পড়েছে। এজন্য তারা ক্ষুব্ধ। বিশ্বজুড়ে বিরাজমান প্রকট বৈষম্যের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,চাকরি ও সামাজিক প্রকল্প হাতে নিয়েই এই বৈষম্য দূর করা সম্ভব।