আন্তর্জাতিক ডেস্কঃ বিদেশ থেকে দন্তচিকিৎসক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটি দাঁতের চিকিৎসায় নিজ দেশের নাগরিকদের নিয়োগ দিতে বিদেশ থেকে দন্তচিকিৎসক নিয়োগ বন্ধ করে দিচ্ছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। বর্তমানে এ কাজে বাংলাদেশিসহ প্রবাসীরা নিয়োজিত।
সৌদির শ্রম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক যৌথ কর্মশালায় এ ঘোষণায় আরো বলা হয়, বেসরকারি খাতে বিনিয়োগ বৃদ্ধি ও স্বাস্থ্যখাতে সৌদি নারী-পুরুষদের নিয়োগ বাড়ানোর ওপর আলোচনা হয়। সৌদি আরবের দন্ত চিকিৎসকদের মধ্যে বেকারত্ব কমাতে সরকার বিদেশি নিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। সৌদি ও সৌদির বাইরের দন্ত চিকিৎসকের অভাব নেই। এ কারণে সৌদিদের চাকরি পাওয়া খুবই কঠিন। বাইরের দন্ত চিকিৎসকের সংখ্যা কমালে সৌদি নাগরিকদের বেশি সুযোগ তৈরি হবে বলেও মন্তব্য করা হয় কর্মশালায়।