আন্তর্জাতিক ডেস্কঃ বিয়েবাড়ির আনন্দ এভাবে মাটি হয়ে যাবে ভাবতে পারেনি কেউ। উৎসব-খাওয়া-দাওয়া সবই ছিল ঠিকঠাক। কিন্তু,হঠাৎ নেমে আসা বিপর্যয় ভেস্তে দিল গোটা আনন্দ। মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ২৬ জনের। ভারতের রাজস্তান রাজ্যে প্রবল ঝড়ের সময় একটি কম্যুনিটি সেন্টারের দেয়াল ধসে এক বিয়ের আসরের ২৬ জন অতিথি নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে রাজ্যের ভারতপুর জেলার এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছে বলে পুলিশের বরাতে সুত্র জানিয়েছে।
বিয়ের অনুষ্ঠান চলাকালীন হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির দেওয়ালের একটি অংশ। ঘটনাস্থলেরই মারা যান ২৬ জন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল বুধবার রাতের এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভরতপুর থানার বিশাল পুলিশ।আহতদের উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা দল। আহতদের উদ্ধারে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।