News71.com
 International
 10 May 17, 11:23 AM
 197           
 0
 10 May 17, 11:23 AM

চীনে বাস দুর্ঘটনায় দক্ষিণ কোরীয় শিশুসহ ১২ স্কুল শিক্ষার্থী নিহত।।  

চীনে বাস দুর্ঘটনায় দক্ষিণ কোরীয় শিশুসহ ১২ স্কুল শিক্ষার্থী নিহত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের পূর্বাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১২ চীনা ও দক্ষিণ কোরীয় শিশু নিহত হয়েছে। নিহতদের সবাই শ্যাংডং প্রদেশের ওয়েইহাই ঝংশি সাউথ কোরিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের কিন্ডারগার্টেন শিক্ষার্থী। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনার মুখে পড়ে শিক্ষার্থীদের বহনকারী বাসটি। সকাল ৯টার দিকে তাওজাইকুয়াং সুড়ঙ্গপথে বাসটি সজোরে ধাক্কা খেলে এতে আগুন ধরে যায় এবং এ হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন থেকে ছয় বছর বয়সী ১২টি শিশু নিহত ও একজন শিক্ষক গুরুতর আহত হন।

ওয়েইহাই শহরের প্রচার বিভাগ জানায়,দুর্ঘটনায় নিহত পাঁচটি শিশু কোরিয়ার ও ছয়টি শিশু চীনের নাগরিক। তবে কুইংদাও শহরের দক্ষিণ কোরীয় কনস্যুলেট অফিস জানায়,নিহতদের ১০ জনই দক্ষিণ কোরীয় নাগরিক,যাদের মধ্যে পাঁচটি শিশুর দ্বৈত নাগরিকত্ব ছিল। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হুয়াং কিউ আন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন