আন্তর্জাতিক ডেস্কঃ ২৯,০২৯ ফুট উচু বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠা একটি কষ্টসাধ্য কাজ;এতে প্রয়োজন অত্যাধিক শারীরিক ও মানসিক দৃঢ়তা। এছাড়া অতি উচ্চতায় অক্সিজেনের পরিমাণ কম থাকে সেজন্য বয়স বেশি বা শরীরে কোনো রোগ থাকলে এই আরোহণ প্রায় দুরুহ। তাই এভারেস্টে উঠতে বয়সসীমা বেঁধে দিতে চায় নেপাল। দেশটির পর্বতারোহণ বিষয়ক বিভিন্ন সংগঠন এবং সরকারের বেশ কিছু মহল ইতোমধ্যে এই বিষয়ে সায় দিয়েছে।
নেপাল সরকার চিন্তা করছে,আইন প্রয়োজন। যেমন ১৬ বছরের নিচে এভারেস্টের চূড়ায় যাওয়ার অনুমতি মেলে না,তেমনি সবচেয়ে বেশি বয়স কত হতে পারে তাও নির্ণয় করা জরুরি।দেশটির মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশনের প্রধান আং শেরিং বলেন,চূড়ায় ওঠার জন্য বয়সের সীমারেখা কত হওয়া উচিত এটা বের করা খুব জরুরি এবং অবিলম্বে এই বিষয়ে একটি বিধিমালা দরকার। যদি একটা সীমা থাকে তবে মৃত্যুর ঝুঁকি আরও অনেক কমিয়ে আনা সম্ভব। আমাদের সংগঠন থেকে চিন্তা করা হচ্ছে সরকারকে চাপ প্রয়োগের জন্য,যেন সর্বোচ্চ বয়স অন্তত ৭৬ করা হয়।