News71.com
 International
 10 May 17, 10:35 AM
 175           
 0
 10 May 17, 10:35 AM

এন্টার্কটিকায় নতুন সমুদ্র গবেষণা কেন্দ্র গড়ে তুলবে ভারত।।

এন্টার্কটিকায় নতুন সমুদ্র গবেষণা কেন্দ্র গড়ে তুলবে ভারত।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ পৃথিবীর একদম দক্ষিণ প্রান্ত এন্টার্কটিকায় বর্তমানে অবস্থিত ভারতের একমাত্র স্থায়ী গবেষণা কেন্দ্র ‘মৈত্রেয়ী’র ঠিকানা। আজ থেকে প্রায় ২৮ বছর আগে নির্মিত এই গবেষণা কেন্দ্রটি এবার বদলের পথে হাঁটতে চলেছে ভারত। সেখানে গড়ে তোলা হবে নতুন একটি গবেষণা কেন্দ্র। এমনটাই জানিয়েছেন আর্থ সায়েন্স মন্ত্রণালয়ের সচিব মাধবন নায়ার রাজীবন। এখানেই শেষ নয়,এন্টার্কটিকায় ভারতীয় গবেষণা দলের পৌঁছানোর সুবিধার জন্য একটি নতুন জাহাজও কিনতে চলেছে কেন্দ্র। সেটি অবশ্য কোনও আইস কাটার হবে না।

এছাড়া এন্টার্কটিকায় ৩৭ বছর ধরে অভিযানকারীদের জন্য কোনও বিশেষ আইন ছিল না। এবার সেই নতুন আইন তৈরি করতে চলেছে আইন মন্ত্রণালয়। মাধবন নায়ার রাজীবন জানিয়েছেন,এর থেকেই বোঝা যায় আন্টার্কটিয়ার তাদের পদচিহ্ন মজবুত করতে চলেছে ভারত। এন্টার্কটিকাসহ সমুদ্র গবেষণায় সহায়তার জন্য দশ হাজার কোটি টাকার নতুন অর্থ মঞ্জুর করতে চলেছে কেন্দ্রীয় সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন