News71.com
 International
 09 May 17, 11:44 PM
 206           
 0
 09 May 17, 11:44 PM

অরবিন্দ কেজরিওয়ালের ঘুষ গ্রহণ, সিবিআইকে প্রমাণ দিলেন কপিল মিশ্র।।

অরবিন্দ কেজরিওয়ালের ঘুষ গ্রহণ, সিবিআইকে প্রমাণ দিলেন কপিল মিশ্র।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ অরবিন্দ কেজরিওয়াল এবং আম আদমি পার্টির অন্য নেতাদের বিরুদ্ধে তিন ধরনের দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের কাছে তথ্য–প্রমাণ জমা দিলেন বহিষ্কৃত মন্ত্রী কপিল মিশ্র। সিবিআই কর্মকর্তাদের সঙ্গে এদিন বৈঠকের পরে কপিল বলেন,আমি সিবিআই দফতরে তিন ধরনের অভিযোগ নথিভুক্ত করেছি। প্রথম অভিযোগটি হল অরবিন্দ কেজরিওয়াল নিজের আত্মীয়কে জমি পাইয়ে দেওয়া সংক্রান্ত ৫০ কোটি টাকার দুর্নীতি।দ্বিতীয় অভিযোগটি অরবিন্দ কেজরিওয়াল এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈন নগদ ২ কোটি টাকা ঘুষ নেওয়ার বিষয়ে। আর তৃতীয় অভিযোগটি সরকারি তহবিলের অপব্যবহার করে যথেচ্ছ বিদেশ ভ্রমণ’। তাঁর দাবি,দলের মন্ত্রীরা বিদেশ ভ্রমণের তথ্য জনসমক্ষে প্রকাশ করুক। না হলে আমি অনশনে বসব।

এই ঘটনায় ইতিমধ্যে বিজেপির কর্মী সমর্থকরা দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে তাঁর ইস্তফার দাবিতে সোচ্চার হয়েছেন। এরই মধ্যে কপিল মিশ্র চিঠি দিয়েছেন কেজরিওয়ালকে। জানিয়ে দিয়েছেন, যে তার বিরুদ্ধে থানায় এফআইআর করতে চলেছেন তিনি। ‌‌‌‌‌আজ মঙ্গলবার এক টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছিলেন এই ষড়যন্ত্রের মুখোশ খোলা হবে দিল্লি বিধানসভায় সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে। কিন্তু এদিন ইভিএম মেশিনে কিভাবে কারচুপি করা যায় তা দেখানো হয়। এই বিষয়ে কপিলের প্রতিক্রিয়া, জনগনের দৃষ্টি ঘুরিয়ে দিতেই এই পদক্ষেপ নিয়েছে তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন