News71.com
 International
 09 May 17, 11:42 PM
 184           
 0
 09 May 17, 11:42 PM

ড্রোনের ধাক্কা থেকে অল্পের জন্য বাঁচলো হারকিউলিস বিমান।।

ড্রোনের ধাক্কা থেকে অল্পের জন্য বাঁচলো হারকিউলিস বিমান।।

আন্তর্জাতিক ডেস্কঃ ড্রোনের ধাক্কা থেকে বাঁচলো হারকিউলিস বিমান। ডেরবিশায়েরের আকাশে ৫০০ ফুট উঁচুতে উড়ছিল হারকিউলিস সি-১৩০। সেই সময় ড্রোনটি ২৫৩ মাইল বেগে উড়ছিল। তখনই দুটি কাছাকাছি চলে আসে। কিন্তু তাও একে অপরের থেকে ধাক্কা থেকে বেঁচে যায় এয়ারক্রাফট ও ড্রোনটি। জানা যায়, প্রথমে পাইলট মনে করেছিলেন যে কোনও বড় পাখির সঙ্গে ধাক্কা লাগতে যাচ্ছে এয়ারক্রাফটটির। কিছুক্ষণের মধ্যেই যদিও বোঝা যায় যে ৫টি রোটর ব্লেড যুক্ত একটি কালো ড্রোনের পাশ ঘেঁষে বেরিয়ে গিয়েছে হারকিউলিস সি-১৩০। পাইলট জানিয়েছেন, ড্রোনটি সেই সময় স্থিরভাবে দাঁড়িয়ে ছিল। তাই এড়ানো গিয়েছে বড় সংঘর্ষ থেকে।

কিন্তু কীভাবে এয়ারক্রাফটটির সীমার মধ্যে ড্রোনটি চলে আসে তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনাটি এড়ানো গেলেও ওই ড্রোনের অপারেটরকে খুঁজে পাওয়া যায়নি। এমনিতে ৪০০ ফুট উঁচু পর্যন্ত ড্রোন ওড়ার ক্ষমতা রাখে। যদিও ১০০০ ফুট উঁচু পর্যন্ত ড্রোন উড়তে পারে। এদিন ৫০০ ফুটের উপরে চলে যায় ড্রোনটি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন