আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে উদারপন্থী প্রার্থী মুন জা-ইন বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন। আজ মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষে প্রাথমিকভাবে প্রকাশিত বেসরকারি ফলাফলের ভিত্তিতে তিনি এ বিজয় দাবি করেন। মুন জা- ইন রাজধানী সিউলে এক বক্তৃতায় তার সমর্থক ও জনগণের উদ্দেশে বলেন,আমি দক্ষিণ কোরিয়ার সকল মানুষের প্রেসিডেন্ট। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বেসরকারি ফলাফলে জানা গেছে,মুন জা- ইন ৪১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হং জং পিয়ো পেয়েছেন ২৩ দশমিক ৩ শতাংশ ভোট।
অভিশংসিত প্রেসিডেন্ট পাক কুন-হের উত্তরসূরীর সন্ধানে মঙ্গলবার (৯ মে) ভোট দেন দেশটির নাগরিকরা। বড় রকমের আর্থিক কেলেঙ্কারির মুখে পাক কুন-হের অভিশংসনের পরে দেশটির ভবিষ্যতের জন্য এ নির্বাচনকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। ভোটগ্রহণ শেষে দেশটির গণমাধ্যম মুন জা-ইনের এগিয়ে থাকার কথা জানায়। উদারপন্থী মুন জা-ইন পাশের দেশ উত্তর কোরিয়ার সঙ্গে বিরোধ নিরসনে আলোচনা এগিয়ে নিতে চান। এজন্য দক্ষিণ কোরিয়ার বর্তমান নীতি বদলের পক্ষে তিনি। রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে একজন মানবাধিকার বিষয়ক আইনজীবী। ২০১২ সালের নির্বাচনে তিনি পাক কুন-হের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন।